উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকডরের মিমিক্রি কাণ্ডকে ইস্যু করে বিজেপি যখন সংসদে ‘হল্লা’ করার চেষ্টা করছে, তখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো ‘কীর্তি’ শেয়ার করল কংগ্রেস। হাত শিবিরের দাবি, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম নন, অতীতে সংসদে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে ভেঙিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ ২০১৭ সালের ১০ আগস্টের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বিদায়ী ভাষণে তাঁকেই নকল করছেন মোদী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অঙ্গভঙ্গি করছিলেন, সেভাবে অঙ্গভঙ্গি না করলেও লোকসভার সেই ভাষণে মোদি রীতিমতো নকল করেছেন হামিদ আনসারিকে।
ভিডিও শেয়ার করে জয়রাম রমেশ বলছেন, ২০১৭ সালের ১০ আগস্ট হামিদ আনসারির বিদায়ী ভাষণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ভেঙিয়েছেন। হামিদ আনসারি দেশের অন্যতম সেরা কুটনীতিকদের একজন ছিলেন। ১০ বছর উপরাষ্ট্রপতি পদে ছিলেন। অথচ তাঁর পরিচিতিকে তাঁর ধর্মের সঙ্গে জুড়ে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী এই ধরনের লজ্জাজনক কাজ করতে পারেন, ‘তাঁর এবং তাঁর অনুগামীদের অন্যের অপমান নিয়ে হইচই করাটা দ্বিচারিতা ছাড়া কিছুই নয়’।