এবার বারাসতের কদম্বগাছিতে সকালে দুয়ারে সরকারে আবেদন করে জরুরি ভিত্তিতে কয়েকঘণ্টার মধ্যেই মিলল রূপশ্রীর চেক।
সোমবার বিয়ে ছিল বারাসত ১ ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা এলাকায় বাসিন্দা সামিরা খাতুনের। ওইদিনই সকালে দুয়ারে সরকার শিবিরে তিনি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন জমা দেন। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আসতেই তড়িঘড়ি শুরু হয় সামিরার প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্রুটিনি। সব কাগজপত্র খতিয়ে দেখে তড়িঘড়ি ছেড়ে দেওয়া হয় আবেদন।
রাতে নববধূর বাড়িতে গিয়ে চেক তুলে দিয়ে আসেন ব্লক আধিকারিকরা।বিডিও রাজীব দত্ত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা খাতুন। বারাসত ১ ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা এলাকায় বাসিন্দা সামিরা খাতুন। সোমবার দিন ছিল তাঁর বিয়ে। ওইদিনই সকালে দুয়ারে সরকার শিবিরে তিনি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন জমা দেন।