বাংলার বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ সাংসদ। প্রায় ২০ মিনিট তাদের মধ্যে বৈঠক চলে।
তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার দাবি নিয়ে ফের আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘দেশের মধ্যে একমাত্র বাংলা ১০০ দিনের টাকা পাচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রেও টাকা বন্ধ করে দিয়েছে’। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৫৫ টা কেন্দ্রীয় দল বাংলায় পরিদর্শন করেছে কিন্তু কোন ত্রুটি খুঁজে পায়নি। কেন্দ্রীয়দলকে রাজ্যের তরফে সব ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। এক লাখ ১৬ হাজার কোটি টাকা বাকি বাংলার বকেয়া। গরিবের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়।’
এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আগেও তিনবার প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করেছি, এবারও দেখা করলাম। প্রধানমন্ত্রী আজ বলেছেন তাদের আধিকারিক এবং আমাদের আধিকারিক মিলে যৌথ বৈঠক করবে’। এই বিষয় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এটার একটা সময়সীমা থাকা উচিত। সেই কথা সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দ্রুত বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে।