সদ্য বিজেপি সরকার গঠিত হয়েছে মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী হয়েছেন সংঘ ঘনিষ্ঠ মোহন যাদব। মঙ্গলবার ছিল বিধানসভায় নতুন সরকারের প্রথম অধিবেশন। প্রথম দিনেই শাসক-বিরোধী বিতর্কে উত্তাল হল বিধানসভা কক্ষ। নেপথ্যে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নেহেরুর ছবি সরিয়ে ফেলা হয়েছে বিধানসভা কক্ষ থেকে, সেখানে রাখা হয়েছে ড. বিআর আম্বেদকরের ছবি। প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস বিধায়করা।
মধ্যপ্রদেশে বিধানসভার স্পিকারের চেয়ারের পিছনে দুই দিকে ছিল দুটি ছবি। একট জাতির জনক মহাত্মা গান্ধীর, অন্যটি জওহরলাল নেহেরুর। এদিন কংগ্রেস বিধয়াকরা দেখেন, সরিয়ে ফেলে হয়েছে নেহেরুর ছবিটি, সেখানে লাগানো হয়েছে সংবিধান প্রণেতা ড. বিআর আম্বেদকরের ছবি। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস বিধায়করা। তাঁরা অভিযোগ করেন, ‘দেশের ইতিহাস মুছতে দিন-রাত কাজ করছে বিজেপি’।
বিধানসভা থেকে নেহেরুর ছবি সরানোর বিরোধিতায় এক্স হ্যান্ডেল কংগ্রেসর মুখপাত্র আব্বাস হাফিজ লেখেন, ‘দেশের ইতিহাস মুছতে দিন-রাত কাজ করছে বিজেপি। বিধানসভা কক্ষ থেকে নেহেরুর ছবি সরানোর ঘটনার তীব্র নিন্দা করছি’। আরও লেখেন, ‘এটা দেশের দুর্ভাগ্য যে আজ বিজেপি ক্ষমতায় রয়েছে। ইতিহাস মুছে ফেলতে দিনরাত কাজ করছে যারা। কয়েক দশক ধরে বিধানসভায় থাকা দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়া বিজেপির মানসিকতার পরিচয় দেয়’। কংগ্রেস নেতা হাফিজ হুঁশিয়ারি দিয়েছেন, ‘অবিলম্বে নেহেরু ছবি না ফেরানো হলে আমরাই ওই জায়গায় দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছবি টাঙাব’। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত সরকার পক্ষের প্রতিক্রিয়া মেলেনি।