চলতি বছরের এপ্রিল মাসেই এক কোরিয়ান ব্লগার তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজস্থানের যোধপুরে। আর এবার এনডিএ শাসিত মহারাষ্ট্রে হেনস্তার শিকার হলেন আরেক কোরিয়ান ব্লগার তরুণী। ভারতে বেড়াতে এসে উদ্বেগজনক অভিজ্ঞতা হল দক্ষিণ কোরিয়ার বাসিন্দা ওই ভ্লগারের। মহারাষ্ট্রের রাস্তায় ভিডিও করার সময় এক ব্যক্তি আচমকা তাঁকে জড়িয়ে ধরল। গোটা ঘটনা দেখা গিয়েছে ভ্লগারের তোলা ভিডিওতেই। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘অতিথি দেব ভব’-র কথা বলে যে দেশ, সেখানে বিদেশী তরুণীর সঙ্গে এমন অশ্লীল আচরণে সরব হয়েছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, ওই ভ্লগার তরুণীর নাম কেলি। ভারত ভ্রমণে এসে মহারাষ্ট্রের রাস্তায় ঘুরছিলেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। তখনই এক ব্যক্তি অযাচিতভাবে পিছন দিক থেকে কেলির গলার কাছে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। সেই ব্যক্তি অন্যদের বলে, ‘দূরে কেন? এভাবে ওকে জড়িয়ে ধরুন।’ কেলি অস্বস্তি বোধ করলেও বেশ খানিকক্ষণ তাঁকে জাপটে রাখে অভিযুক্ত। এমন ঘটনার জন্য কেলির ব্লগের কমেন্ট বক্সে ক্ষমা চেয়েছেন বহু ভারতীয়। এই ঘটনা যে ভারত সম্পর্ক খারাপ এবং ভ্রান্ত বার্তা দেবে গোটা বিশ্বকে তা বলাই বাহুল্য।