অস্ট্রেলিয়া সফরের শুরুটা একেবারেই ভাল হয়নি পাক ক্রিকেট দলের। পার্থে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তাদের পর্যুদস্ত করেছে অজিরা। ৩৬০ রানের বিপুল ব্যবধানে হেরে গিয়েছেন শান মাসুদরা। আগামী ২৬শে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে ‘বক্সিং ডে’ টেস্ট। তার আট দিন আগে সেই টেস্টের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ১৪ জনের বদলে ১৩ জনকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে। কামিন্সরা যে আত্মবিশ্বাসের তুঙ্গে, তা এই ঘোষণা থেকেই স্পষ্ট। প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছিল ফাস্ট বোলার ল্যান্স মরিসকে। তাঁকে দ্বিতীয় টেস্টের আগে ছেড়ে দেওয়া হয়েছে। বিগ ব্যাশ লিগ খেলার জন্য ছাড়া হয়েছে মরিসকে। প্রথম টেস্টে যে দল অস্ট্রেলিয়া খেলিয়েছে দ্বিতীয় টেস্টে তাতে বদলের কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই অতিরিক্ত ক্রিকেটার ছেড়ে দিয়েছে তারা।
পাশাপাশি, প্রথম টেস্টে শতরানকারী ওয়ার্নারকে দলে রাখা হয়েছে। উল্লেখ্য এটিই বিদায়ী সিরিজ তাঁর। পার্থে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারের পর আট দিন সময় রয়েছে পাকিস্তানের হাতেও। এই সময়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। সিরিজের শুরুটা ভাল হয়নি তাদের। দলের ব্যাটিং ব্যর্থ হয়েছে। তাই মেলবোর্নে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। সেই নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে পাক-বাহিনী।
এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল :
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাশ লাবুশেন, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারে, নেথান লায়ন, মিচেল স্টার্ক, স্কট বোলান্ড, জশ হেজলউড, ক্যামেরন গ্রিন।