ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে চারদিনের দিল্লি সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে জোটসঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে৷ এদিকে, ৫ রাজ্যে কংগ্রেসের বিধানসভাওয়াড়ি ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল৷ এমন পরিস্থিতিতে, আরও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস৷
সংসদে গত বুধবারের স্মোক অ্যাটাকের বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ সূত্রের খবর, ঘটনার তিন দিন পরে রাজ্যসভার তৃণমূল নেতার সাসপেনশন প্রত্যাহার করার আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ চিঠিতে তিনি জানিয়েছেন, তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক৷ কারণ, ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ইন্ডিয়া জোটের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করছিলেন তিনি৷ যা, যথেষ্ট যুক্তিসঙ্গত৷ চিঠিতে খাড়গের দাবি, এমন ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী৷