এদিন তৃণমূলের কোর কমিটির বর্ধিত সভা হল লোকসভা নির্বাচনের আগে। বিধানসভা ভিত্তিক কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে আগামী ৭ দিনের মধ্যে সাংগঠনিক জেলা সভাপতিদের মাধ্যমে কোর কমিটির কাছে পাঠাতে হবে।
বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ দাসকে। যেসব বিধানসভায় দলীয় বিধায়ক নেই, বিশেষত বনগাঁ সাংগঠনিক জেলায় এই দায়িত্ব পালন করবে জেলা সভাপতি এবং চেয়ারম্যান। সেখানেই বাড়তি দায়িত্ব বিশ্বজিৎকে।
সূত্রের খবর, কেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অশান্তি হচ্ছে তা নিয়ে শীঘ্রই ব্যারাকপুরের সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসবে কোর কমিটি। আগামী ১৪ দিন পরে ফের বৈঠক বসবে শীর্ষ নেতৃত্ব।