বুধবার টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই রান পেয়েছেন তিনি। ভারতীয় দলের অধিনায়ককেই ২০ ওভারের ক্রিকেটে সেরা ব্যাটারের স্বীকৃতি দিয়েছে আইসিসি। সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৮৬৫। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৮৭। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক এডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৮। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন তরুণ ভারতীয় ব্যাটার রিঙ্কু সিংহ।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ৪৬ ধাপ উঠে এসেছেন রিঙ্কু। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ধারাবাহিক ভাবে রান পেয়েছেন তিনি। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় রিঙ্কু রয়েছেন ৫৯ নম্বরে। আইপিএলের আগে রিঙ্কুর ফর্ম আশাবাদী করছে কেকেআর কর্তৃপক্ষকেও। ১০ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন আর এক তরুণ ভারতীয় ব্যাটার তিলক বর্মা। বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবি বিষ্ণোই। দক্ষিণ আফ্রিকা সফরের দলে না থাকা স্পিনারকে অবশ্য রেটিং পয়েন্টে স্পর্শ করে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খান। ৬৯২ পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন দুজনেই।