কোচবিহারের আর্থিক উন্নয়নের জন্য একগুচ্ছ পদক্ষেপ করল মমতা সরকার। চ্যাংরাবান্ধা স্থলবন্দরের পরিকাঠামোর উন্নয়নের ৩০ একর জমি চিহ্নিত করেছে। আবার মেখলিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়ে তোলার জন্য ৪০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে কোচবিহার বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আরও বাড়ানোর জন্য যৌথভাবে সমীক্ষা করা হয়েছে।
রাজ্য সরকার সূত্রে খবর, চ্যাংরাবান্ধা স্থলবন্দরে রফতানি ও আমদানি বাড়ছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে চ্যাংরাবান্ধা স্থলবন্দরের পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজন আছে। আর তাতে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। সেইসব পরিকাঠামো সংক্রান্ত উন্নয়নের জন্য ইতিমধ্যে ৩০ একর জমি চিহ্নিত করা হয়েছে। ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে পরিকাঠামো গড়ে তোলার কাজ করবে রাজ্য।
শুধু তাই নয়, চ্যাংরাবান্ধা স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একটি ট্রাক টার্মিনাসও তৈরি করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ঠিক পাশেই সেই ট্রাক টার্মিনাস তৈরি করা হবে।