গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোঁড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। মাঝে যুদ্ধবিরতি চললেও ফের নতুন করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে হাজার হাজার মানুষের প্রাণহানি, গৃহহীন শিশুদের করুণ আর্তির পরেও সম্প্রতি আমেরিকার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ-পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে নিজের মতামত স্পষ্ট করে দিয়েছেন তিনি।
প্রাথমিক ভাবে প্যালেস্তাইনের কর্তৃপক্ষকে গাজার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, তিনি জো বাইডেন প্রশাসনের যুদ্ধ-পরবর্তী পরিকল্পনার সঙ্গে একমত নন। প্যালেস্তাইনের কর্তৃপক্ষকে যুদ্ধ-বিধ্বস্ত গাজার দখল ছাড়তে তিনি রাজি নয়। মার্কিন সরকারের বিরুদ্ধে ইজরায়েলের এটিই সবচেয়ে বড় বিরোধিতা বলে মনে করা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অগুন্তি সৈন্য এবং অজস্র বেসামরিক নাগরিকের মহান আত্মত্যাগের পরে, কোনও ভাবেই গাজায় তাদের ঢুকতে দেব না যারা সন্ত্রাসবাদের শিক্ষা দেয়, সন্ত্রাসবাদকে সমর্থন জোগায় বা অর্থ সাহায্য করে।’