কৃষকদের পাশে থাকার বার্তা তৃণমূল সরকারের। সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার তৃণমূল নিয়ে এল নতুন কর্মসূচি। নাম ‘চাষির দুয়ারে চাষি কথা’। বুথে-বুথে পাড়ায় পাড়ায় এবার এই কর্মসূচি শুরু করল ঘাসফুল শিবির।
হুগলির আরামবাগ মহকুমা কৃষি প্রধান এলাকা। ৮০ শতাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে অকাল বৃষ্টিতে কৃষকের পাকা ধানে মই পড়েছে। কোথাও রাসায়নিক সারের কালোবাজারি, কোথাও ধান নষ্ট ! কোথাও জমিতে বসানো আলুর বীজ খারাপ। এই সব নিয়ে কার্যত মাথায় হাত কৃষকদের। বিরোধী দলগুলি শাসকদলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এইসব নিয়ে।
এবার তাই পাল্টা বুথে-বুথে ‘চাষির দুয়ারে চাষির কথা’ নিয়ে হাজির হচ্ছে তৃণমূল। মূলত আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্ব রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি প্রচার করছেন তাঁরা। ইতিমধ্যেই আরামবাগের বেশ কয়েকটি এলাকায় পাড়ায় পাড়ায় এই কর্মসূচি রুপায়ন হয়েছে। মূলত, রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে। কৃষকরা কোনও অসুবিধায় পড়লে সে কথা শোনা হবে। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে চলছে এই কর্মসূচি।