মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনায় দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি শাসিত এই রাজ্যকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যতই সার্টিফিকেট দিন না কেন, আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুশাসন প্রতিষ্ঠার দাবি করুন, ভারত সরকারের তৈরি জাতীয় অপরাধপঞ্জি অনুযায়ী মহিলাদের নিরাপত্তা সবচেয়ে বিপন্ন দেশের বৃহত্তম এই রাজ্যটিতেই। সেখানে আবার এক যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন রাম দুলার গণ্ড নামে বিজেপির এক বিধায়ক।
পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল। নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পাশাপাশি পকসো আইনেও মামলা হয়। প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্স্যুয়াল অফেন্সেস আইনে এই ধরনের অপরাধে সাজার পরিমাণ সাত বছর থেকে আজীবন কারাবাসের কথা বলা আছে।
ফলে সাজা ঘোষণা হওয়া মাত্র ওই বিষয়কের বিধানসভার সদস্যপদ চলে যাবে। কারণ, দু বছরের বেশি কারাবাসের সাজা হলেই এখন লোকসভা, বিধানসভার সদস্য পদ চলে যায়। রাহুল সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ায় ফের সাংসদ পদ ফিরে পেয়েছেন।