বুধবার শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই লোকসভায় ঢুকে পড়েন দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁদের কাছে ছিল গ্যাস ছোড়ার সরঞ্জাম। এবার জানা গেল, সংসদে হামলাকারীরা বিজেপি সাংসদের অতিথি! হ্যাঁ, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি। প্রশ্ন উঠছে, কীভাবে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার পাস হাতে পায় হামলাকারীরা? কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে গ্যাস বম্ব নিয়ে ভেতরে পৌঁছয় তাঁরা?
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, ‘দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আমদের চিন্তা ছিল ওই ধোঁয়া নিয়ে। তা কী ছিল বা কেমন ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেই ধোঁয়ায় বিশেষ কোনও কিছু ছিল না। তা প্রতিবাদ করার জন্যই ব্যবহার হয়েছিল। ফলে আতঙ্কের কারণ নেই।’ এই ঘটনার পর সংবাদমাধ্যমকে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, আচমকাই এমন হামলায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন। এমনকী, অজ্ঞাতপরিচয়রা গুলি চালাতে পারেন বা বোমা ছুড়তে পারে৷ প্রাথমিক ভাবে এমনও আতঙ্ক তৈরি হয় তাঁর মনে। কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তোলেন তিনি।
