অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে জয়ের রাস্তায় ফিরল টিম ইন্ডিয়া। গত ম্যাচেই পাকিস্তানের কাছে হারতে হয়েছিল তাদের। সেই পরাজয়ের ধাক্কা সামলে উঠে মঙ্গলবার নেপালকে মাটি ধরাল ভারতের যুব ক্রিকেট দল। বোলিং ও ব্যাটিংয়ে প্রাধান্য দেখাল তারা। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করল ভারত। অন্যদিকে, আফগানিস্তানকে হারিয়ে পাকিস্তানও সেমিফাইনালে পৌঁছেছে। টস জিতে ভারতের যুব দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৫২ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস। দুঅঙ্কের রানে পৌঁছতে পারেননি নেপালের কোনও ব্যাটারই। একমাত্র শ্রীযুক্ত অতিরিক্তের সংগ্রহ ১৩ রান। সাতটি উইকেট নেন ভারতের রাজ লিম্বানি।
পাশাপাশি, আরাধ্য শুক্লা ২টি উইকেট নেন। ভারতীয় দল সেই রান ৭.১ ওভারে তুলে নেয়। ভারতীয় যুব দলের দুই ওপেনার আদর্শ সিং ও আরশিন কুলকার্নি জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। আরশিন ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। অন্য ম্যাচে পাকিস্তানের যুব দল ৮৩ রানে হারিয়েছে আফগানিস্তানের যুব দলকে। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৩০৩ রান। আফগানিস্তানের যুব দল রান তাড়া করতে নেমে থেমে যায় ২২০ রানে। গ্রুপ সেরা হয়ে পাকিস্তান পৌঁছল শেষ চারে। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল পাকা করল ভারতও।