গত সোমবারই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই উক্ত প্রতিযোগিতার জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উদয় সাহারান। ২০২৪ সালের ১৯শে জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে ২৯শে ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতেই একটি ত্রিদেশী সিরিজ়ে অংশ নেবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এই প্রস্তুতি প্রতিযোগিতার প্রতিযোগিতার তৃতীয় দল ইংল্যান্ড। দুই প্রতিযোগিতার জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের জাতীয় জুনিয়র নির্বাচক কমিটি।
উল্লেখ্য, গত বারের চ্যাম্পিয়ন ভারত এ বারের প্রতিযোগিতাতেও খেতাব জয়ের অন্যতম দাবিদার। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আমেরিকা। সাহারানের নেতৃত্বাধীন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে সহ-অধিনায়ক হয়েছেন সৌমি কুমার পান্ডে। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। ২০শে জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের অনূর্ধ্ব ১৯ দল :
আরশিন কুলকার্নি, আদর্শ সিংহ, রুদ্র ময়ূর পটেল, সচিন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), আরাভেলি অবনীশ রাও (উইকেটরক্ষক), সৌমি কুমার পান্ডে (সহ-অধিনায়ক), মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন (উইকেটরক্ষক), রাজ লিম্বানি, নমন তিওয়ারি, ধানুশ গৌড়া ও আরাধ্য শুক্লা।
স্ট্যান্ড বাই : দ্বিগ্বিজয় প্যাটেল, কিরণ চোরমলে, জয়ন্ত গোয়াত ও পি ভিগনেশ।