অভিনব দৃশ্যের সাক্ষী রইল বসিরহাট। দেওয়ালের রং-তুলি দিয়ে তৃণমূল প্রার্থীদের নাম লিখতে দেখা গেল বিজেপি প্রার্থীকে! বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী হয়েছেন নিলয় চক্রবর্তী। মানুষের কাছে পৌঁছতে হবে। ছোট্ট ছেলে শুভকে নিয়ে তাই প্রতিদিনই সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়ছেন তিনি। আর সে কাজ সেরে তারপরেই হাতে তুলে নিচ্ছেন রং-তুলি। নিজের তো বটেই, দেওয়াল লিখছেন তাঁর বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়েও।
প্রসঙ্গত, ১৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হয়েছেন সাধনা সরকার। নিলয়বাবু জানান, তিনি একজন শিল্পী। শিল্প সৃষ্টির মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন তিনি। এখানে সেটা তাঁর কাজ। ভোটের দিন রাজনীতির ময়দানে লড়াই হবে। সেটা সম্পূর্ণ ভিন্ন বলেই মনে করেন তিনি।