মধ্যপ্রদেশ, রাজস্থান— ‘সেমিফাইনালে’ দুই রাজ্যেই জয় হাসিল করেছে বিজেপি। আর তারপর থেকেই কৌতুহল তৈরি হয়েছিল কে হবেন এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। আলোচনায় উঠে এসেছে একাধিক নাম। তবে সব জল্পনাকে উস্কে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। আর এর পরেই গোটা দেশে তুমুল আলোচনা চলছে অটল-আডবানি যুগের দুই অপ্রতিরোধ্যের রাজনৈতিক জীবন কি শেষ? শিবরাজ সিং চৌহান ও বসুন্ধরা রাজেকে কি এখন বড় কোনো দায়িত্ব দেওয়া হবে না? দলীয় নেতৃত্ব কি তাঁদের ওপর ক্ষুব্ধ? এমন নানান প্রশ্ন সামনে উঠে এসেছে।
বিজেপি আশ্চর্যজনকভাবে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়— তিনটি রাজ্যেই ‘নতুন মুখের’ হাতে শাসনভার তুলে দিয়েছে। এর পর রাজস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ছত্তিশগড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের সকলেই ছিলেন মুখ্যমন্ত্রী পদের দাবিদার। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মনেও প্রশ্ন উঠছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? তাঁদের কি কোনও রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হবে? এমন নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।