সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির রায় বৈধ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। তবে শীর্ষ আদালতের এই রায়ে খুশি নন উপত্যকার নেতারা। সুপ্রিম কোর্টের রায়কে ‘হতাশাজনক’ বলেন জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। অন্যদিকে, প্রবীণ নেতা গুলাম নবি আজাদও এই রায়কে ‘দুঃখজনক’ বলে অ্যাখা দেন।
২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্র সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে। ফলে বিশেষ মর্যাদা খোয়ায় জম্মু-কাশ্মীর। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়। সেই সমস্ত পিটিশনকে একত্রিত করেই মামলার শুনানি শুরু হয়। চলতি বছরের ২ জুলাই থেকে শুনানি শুরু হয়। ১৬ দিন শুনানি চলার পর, ৫ সেপ্টেম্বর শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রাখা হয়। আজ সেই রায়দান করা হয়।
শীর্ষ আদালতের রায়ের পরই ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘অত্য়ন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। কয়েক দশক সময় লেগেছিল বিজেপির এই জায়গায় পৌঁছতে। আমরাও লম্বা দৌড়ের জন্য প্রস্তুত’। পরে তিনি একটি কবিতাও পোস্ট করেন, তাতে লেখা, ‘দিল না উম্মিদ তো নেহি/ না কাম হি তো হ্য়ায়/ লাম্বি হ্যায় গম কি শাম/ মগর শাম হি তো হ্যায়’।
প্রবীণ নেতা গুলাম নবি আজাদও সুপ্রিম কোর্টের এই রায়কে অত্যন্ত দুঃখ ও দুর্ভাগ্যজনক বলেন। তিনি লেখেন, ‘জম্মু-কাশ্মীরের মানুষেরা এই রায়ে খুশি নয়, কিন্তু আমাদের এই রায় মানতে হবে’।