সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার উত্তরবঙ্গের উন্নয়নের পাশপাশি জলপাইগুড়ি জেলার জন্য কী কী কাজ করেছেন, তার খতিয়ান এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
প্রতিশ্রুতি রক্ষা করে তাঁর সরকার ধূপগুড়িকে নয়া মহকুমা ঘোষণা করেছে, একথা ফের একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে জলপাইগুড়ির প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ির সভা থেকে রেশন নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বিনামূল্যে রেশন দেব বলেছিলাম, দিয়েছি। এখনও বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ভোট সামনে এসেছে, সেই কারণে প্রধানমন্ত্রী বিনামূল্যে রেশনের কথা বলছেন। এতদিন মনে ছিল না। ভোট মিটে গেলে আর কিছুই দেবে না। আবার হারবে। ১৫ লাখ টাকা দেবে বলেছিল, সেটা কী আপনাদের দিয়েছিল? ভোটের আগে বলছে পাঁচ কেজি চাল দেবে। তাহলে কোভিডের পর কেন বন্ধ করে দিয়েছিলেন? আমরা তো কিছু বন্ধ করিনি।’
মমতা আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ রাজ্য থেকে টাকা তুলছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বে আমরা কিন্তু কোনও প্রকল্প বন্ধ করে দিইনি। বিজেপি যদি ক্ষমতায় থাকে, মানুষের থেকে সব কেড়ে নেবে। সেই কারণে এই মাসেই দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি।’