আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক হবে। আর সেই বৈঠকেই আসন সমঝোতা নিয়ে কথা হবে। এছাড়া যৌথ আন্দোলন এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়েও কথা হবে। কিছু শরিক নেতার মধ্যে প্রাথমিক আলোচনায় আরও ঠিক হয়েছে, ইন্ডিয়া জোটের নয়া স্লোগান হিসাবে যুক্ত হবে ‘ম্যাঁয় নহি হাম’ কথাটি।
গত ২৬ সেপ্টেম্বর জোটের বেঙ্গালুরুর বৈঠকের পর ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ স্লোগান চালু করা হয়। জোটের যাবতীয় প্রচারে ওই কথাটিকেই সবচেয়ে বেশি তুলে ধরা হচ্ছে। ঠিক হয়েছে, জোটের ঐক্য তুলে ধরতে নয়া স্লোগান হবে ‘আমি নয় আমরা’ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কথায় কথায় ‘মোদীর গ্যারান্টি কথাটির বিপরীতে ব্যক্তির বিরুদ্ধে সমষ্টির গুরুত্বকে তুলে ধরতে চাইছেন জোটের নেতারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে এই স্লোগানের কথা জানিয়েছেন। ১৯ ডিসেম্বরের বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।