২০১৯ সালের লোকসভা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সেই সব প্রতিশ্রুতি পূরণ করেনি তাঁরা। আবারও লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে পারে তাঁরাই। কিন্তু এ বার আর সেই প্রতিশ্রুতিতে ভুললে চলবে না। এমনই সাবধানবাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনটাই বললেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে মালদহ দক্ষিণ আসনটি বাদ দিয়ে সবক’টি আসন জিতেছিল বিজেপি। তাই এ বার অনেক আগে থেকেই উত্তরবঙ্গের রাজনৈতিক অস্ত্রে শান দেওয়ার কাজ শুরু করেছেন মমতা। সেই লক্ষ্যেই উত্তরবঙ্গের জন্য ঝাঁপি উপুড় করে পরিষেবা প্রদানের পাশাপাশি, নতুন আশ্বাসে ভরিয়ে দিলেন তিনি।
২০১৯ সালের লোকসভা ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু সেই সব প্রতিশ্রুতি পূরণ করেনি তাঁরা। আবারও লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে পারে তাঁরাই। কিন্তু এ বার আর সেই প্রতিশ্রুতিতে ভুললে চলবে না। এমনই সাবধানবাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনটাই বললেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে মালদহ দক্ষিণ আসনটি বাদ দিয়ে সবক’টি আসন জিতেছিল বিজেপি। তাই এ বার অনেক আগে থেকেই উত্তরবঙ্গের রাজনৈতিক অস্ত্রে শান দেওয়ার কাজ শুরু করেছেন মমতা। সেই লক্ষ্যেই উত্তরবঙ্গের জন্য ঝাঁপি উপুড় করে পরিষেবা প্রদানের পাশাপাশি, নতুন আশ্বাসে ভরিয়ে দিলেন তিনি।