এবার থেকে বাংলায় অনলাইন গেমিং, জুয়া, বেটিং, লটারি, ঘোড়দৌড় ও ক্যাসিনোতে বাজি ধরার ওপর ধার্য করা হল জিএসটি। এই সব ক্ষেত্রে বাজি ধরতে গেলে ২৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে। প্রসঙ্গতর গত বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পাশ হয় গুরুত্বপূর্ণ জিএসটি সংশোধনী বিল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, যখন এই পশ্চিমবঙ্গ পণ্য ও পরিষেবা কর (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৩ আইনে পরিণত হবে, তখন অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনো থেকে যে জিএসটি আসবে, তা রাজস্ব বৃদ্ধি করবে রাজ্যের।
পাশাপাশি, তিনি আরও জানান, বাংলাই একমাত্র রাজ্য, যারা অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ হারে জিএসটি আরোপ করল। মন্ত্রী আরও জানান, “এই বিল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। সেকারণেই বিলটি বিধানসভায় পেশ করতে দেরি হল।” শুধু তাই নয়, জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য ৪৬৭ কোটি টাকা মোদী সরকার আটকে রেখেছে, এমনও অভিযোগ করেন চন্দ্রিমা।