আশ্বাস মিললেও মেলেনি সুরাহা। ফলত আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিলেন পেনশন প্রাপকরা। বৃহস্পতিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে ইপিএফ পেনশন প্রাপকদের বিক্ষোভ সমাবেশে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, লোকসভা নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি তার মধ্যে ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির ব্যাপারে কোনওরকম পদক্ষেপ মোদী সরকার না নেয়, তাহলে লোকসভা নির্বাচনে শাসকদলকে ভোট না দেওয়ার পথে হাঁটবেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে সারা দেশে কর্মী প্রভিডেন্ট ফান্ডের পেনশন গ্রাহকের সংখ্যা ৭০ থেকে ৭৫ লক্ষ। এবিষয়ে সরব হয়েছেন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য নেতা অমিয়কুমার দাস। “শুধু পেনশন প্রাপকেরাই ভোট বয়কট করবেন, তা নয়। তাঁদের পরিবারের সদস্যরাও এপথে হাঁটবেন। সেই ক্ষতি কেন্দ্রের শাসক দল সহ্য করতে পারবে তো?”, প্রশ্ন তুলেছেন তিনি।