এবার হাওড়ার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের পরিষেবা-পরিকাঠামোকে আরও উন্নত করে তুলতে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। প্রসঙ্গত, এই হাসপাতালটি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হলেও সেখানে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছিল। বেআইনি পার্কিং থেকে শুরু করে দালালরাজ প্রভৃতি অভিযোগের পাশাপাশি রোগী কল্যাণ সমিতি ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ উঠে আসছিল। এই অবস্থায় এই সুপার স্পেশালিটি এই হাসপাতালের পরিষেবাকে আরও ভালো করে তুলতে তৎপর পুলকবাবু। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দায়িত্বের রয়েছেন তিনি।
প্রসঙ্গত, এতদিন ধরে হাসপাতালে রোগী পরিজনদের যা অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করছেন মন্ত্রী পুলক রায়। সে ক্ষেত্রে অবৈধ পার্কিং বন্ধের পাশাপাশি হাসপাতালে ঢোকার পথসহ বিভিন্ন জায়গায় পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। হাসপাতাল থেকে বেসরকারি গাড়ি সরানোর কাজ শুরু হয়েছে। এছাড়া, হাসপাতালের বেহাল রাস্তা মেরামত করার পাশাপাশি ভিতরে বাগান রয়েছে, সেটি সাজানোর কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে রোগী পরিজনদের কোনও সমস্যা না হয় সেই বিষয়ে জোর দিতে চাইছেন মন্ত্রী। তিনি জানান, সকলে যাতে ঠিকমতো পরিষেবা পান সে বিষয়টির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মেডিক্যাল কলেজকে সাজানো হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনওরকম ভাবে সমস্যা না হয় সেটাই চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে যাতে কোনওরকমের সমস্যা না হয় সেটাই চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এছাড়াও মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দালালদের দৌরাত্ম্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না।