কেটে গিয়েছে নিম্নচাপের আবহ। রাজ্যজুড়ে নামতে চলেছে তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। মূলত আকাশ মেঘমুক্ত থাকার কারণেই হ্রাস পাবে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে গতকাল কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ছিল ৬০ শতাংশ। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী ১২ই ডিসেম্বর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামবে আরও খানিকটা। কলকাতায় রাতের পারদ নেমে যাবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
পাশাপাশি, আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত তিলোত্তমায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে বা সামান্য নীচে থাকবে। অন্যদিকে দিনের বেলাতেও কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই এর মধ্যে। আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এরপর ১২ এবং ১৩ই ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর ফের ১৪ এবং ১৫ই ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ পারদ ফের সামান্য বেড়ে ২৪ ডিগ্রি ছুঁতে পারে। এই গোটা সময় কলকাতার সর্বোচ্চ পারদ স্বাভাবিকের নীচেই থাকবে। এদিকে কলকাতা-সংলগ্ন দমদম এলাকায় এবং উত্তর শহরতলিতেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে চলেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের বুলেটিনে। এদিকে দমদমের আকাশও দিনের বেলা পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।