ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। আগামী ২১ই ডিসেম্বর হবে ভোট। সেদিনই প্রকাশিত হবে ফলাফল। শনিবার, ৯ই ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজকর্ম চলছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। গত ৭ই ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশও করা হয়েছে। এখন বাকি ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল প্রকাশ। সেই প্রক্রিয়াই এখন শেষ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১২ই আগস্ট এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগের দিন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ভোটগ্রহণের ওপর স্থগিতাদেশ জারি করে। তাই নির্ধারিত দিনে ভোটগ্রহণ করা যায়নি।
যদিও এরপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তুলে দেয়। তারপরই ভোটগ্রহণের বাকি কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ভারতীয় কুস্তিকে নিয়ে চলতি বছরের শুরু থেকেই টালমাটাল অবস্থা ছিল। ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্না দিয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটের মতো কুস্তিগিররা। শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে পদত্যাগ করেন ব্রিজভূষণ। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা এখনও চলছে। কিন্তু নির্বাচন নিয়ে জট শুরু হয়। গত মাসেই নির্বাচনের ব্যাপারে ইতিবাচক নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।