কলকাতার মুকুটে জুড়ল আরও একটি পালক। কয়েকদিন আগেই কেন্দ্রীয় রিপোর্টে কলকাতা দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে। এবার বিদেশি সংস্থার সমীক্ষাতেও কলকাতার নাম উঠে এল বিশ্বের সেরা ২৪ শহরের তালিকায়।
নেদারল্যান্ডসের একটি সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, কলকাতা খুব শীঘ্রই তথ্যপ্রযুক্তি হাব হয়ে উঠবে। তথ্যপ্রযুক্তি হাব হয়ে ওঠার আদর্শ বিশ্বের ২৪টি তথ্যপ্রযুক্তি হাবের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে রয়েছে মহানগরী কলকাতা। নেদারল্যান্ডসের ব্যবসায়িক উপদেষ্টা সংস্থা বিসিআই গ্লোবালের তরফে তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বহু সংস্থা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ছেড়ে অফিসে গিয়ে কাজে আগ্রহী। ফলে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নিজেদের অফিস খুলতে চাইছে। আর এই অফিস খোলার জন্য পছন্দের তালিকায় রয়েছে কলকাতার মতো শহরও।
আইটি হাবের জন্য যে জায়গাগুলি প্রসিদ্ধ তা হল বেঙ্গালুরু, হায়দরবাদের মতো শহর। কিন্তু এখন হাব হয়ে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যে শহরগুলির, তা নিয়ে নেদারল্যান্ডসের ওই সমীক্ষক সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, আইটি হাব গড়তে নতুন কয়েকটি পছন্দের শহর বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ২৪টি শহর বেছে নেওয়া হয়েছে সমীক্ষায়। তার মধ্যে আছে কলকাতা। এছাড়া দেশের আর একটি শহরও রয়েছে। তা হল ত্রিবান্দ্রম।