মাসকে কি জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করবে কেন্দ্র? এমনই এক লিখিত প্রশ্নের নাকি উত্তর দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সেই উত্তরের স্ক্রিনশট। কিন্তু এবার নয়াদিল্লির সাংসদ জানালেন, তিনি এমন কোনও কাগজে স্বাক্ষরই করেননি। যে দাবির পর প্রশ্ন উঠছে, যদি তাই হয় তাহলে এটা গুরুতর কোনও নিয়ম উল্লঙ্ঘনের বিষয়।
ঠিক কী লিখেছেন মীনাক্ষী? তিনি একটি টুইট শেয়ার করে লিখেছেন, ‘আপনাদের কাছে ভুল তথ্য গিয়েছে। আমি এমন কোনও প্রশ্নের উত্তর লেখা কাগজে স্বাক্ষর করিনি।’ পোস্টটিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরকে ট্যাগ করা হয়েছে।
মীনাক্ষীর এমন দাবির পরে শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মীনাক্ষী লেখি তাঁর তরফে দেওয়া প্রতিক্রিয়াটিকে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এমন উত্তরের খসড়া কে লিখল সে সম্পর্কে তাঁর কোনও আইডিয়া নেই। কেননা তিনি তাতে স্বাক্ষরই করেননি। তাঁর দাবি অনুযায়ী যদি সত্যিই এটা ভুয়ো উত্তর হয়, তাহলে বলতেই হবে গুরুতর কোনও নিয়ম উল্লঙ্ঘন হয়েছে। উনি এবিষয়ে ব্যাখ্যা দিলে কৃতজ্ঞ থাকব।’