ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সাংসদ পদ খারিজ মহুয়া মৈত্রের। ‘এতে বিজেপি কি পেল ? কমাসের’? প্রশ্ন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বললেন, ‘আজকে যাঁরা হাত তুলল বিজেপির হয়ে, তাঁদের বেশিরভাগ তো আর ফিরে আসবে না লোকসভায়। তাঁরা তো হারবে’।
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। কমিটির মতে, ‘এই ঘটনার তদন্ত করা উচিত ভারত সরকারের’। সেই প্রস্তাবই এবার ধ্বনি ভোটে পাস হয়ে গেল লোকসভায়। কবে? আজ, শুক্রবার।
এদিকে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রতিবাদে এককাট্টা ইন্ডিয়া জোট। এদিন সাংসদের বাইরে গান্ধীমূর্তির সামনে তৃণমূল সাংসদদের সঙ্গে বিক্ষোভে শামিল হন সনিয়া গান্ধী। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘যে পার্লামেন্টে মোদীজী এবং তাঁর পার্টি মহিলাদের গরিমাণ্বিত করে ভোট ব্যাংক বাড়ায়, সেখানে একটা বাংলার মেয়েকে….তার অপরাধ কী, সেটা না জেনে এবং অপরাধের জন্য কতটা সাজা হওয়া উচিত, তার পরিমাণ না করে। সরাসরি ফাঁসি দিয়ে দেওয়া হল। বিচারকও ফাঁসি হওয়ার আগে আসামীকে জিজ্ঞেস করে, ভাই আপনার কিছু বলার আছে। কেন? না তাদের পছন্দ নয়। সে এমন কিছু প্রশ্ন তুলেছে, যা অসুবিধা তৈরি করে’।