এখনও পুরোপুরি সুস্থ নন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র। প্রসঙ্গত, গত সোমবার মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বর্তমানে সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিধায়ক। চিকিৎসকরা জানিয়েছেন, কাঁধের হাড় ভেঙেছে তাঁর। যার জেরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। আপাতত স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি। সোমবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নং কেবিনে রেখে তাঁর চিকিৎসা শুরু হয় বিধায়কের। খুব কাশি হচ্ছিল। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। রাতভর মোটের উপর স্থিতিশীল ছিলেন। পরের দুদিন স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। এমনকী ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। সিপিআর দিয়ে তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
আর এরপর ওই তীব্র ঝাঁকুনিতেই কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। আজ, শুক্রবার সকাল থেকেই কার্ডিওলজি, নেফ্রোলজিস্ট-সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল কামারহাটির বিধায়কের চিকিৎসার দায়িত্ব নেন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটিস্ক্যান করা হয়। মস্তিষ্কের এমআরই-ও করা হয়েছে। হাড় ভাঙার বিষয়টি ঠিক কতখানি গুরুতর, এখনও অস্ত্রোপচার করতে হবে কি না, তা এই পরীক্ষাগুলির রিপোর্ট হাতে এলে নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, মদন মিত্রের সি টাইপ কিডনির সমস্যা ধরা পড়েছে। রক্তচাপ আপাতত স্বাভাবিক। পালস রেট নিয়েও চিন্তা নেই। তাই আপাতত অবস্থা স্থিতিশীল। কিন্তু হাড় ভাঙার জেরে এখনও বিপন্মুক্ত নন তিনি।