পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন তিনি। বলেন, পাহাড়ের সঙ্গে এখন তাঁর রক্তের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তাই পাহাড়কে আরও অনেক কিছু দিতে চলেছে তাঁর সরকার।
মমতা বলেন, দার্জিলিং ও কালিম্পং জেলার ৫৯টি প্রকল্পের আজ উদ্বোধন, শিলান্যাস করলাম। ৩৩ হাজার মানুষ এই সরকারি পরিষেবা পাবেন। তিস্তায় যে দুর্যোগ হয়েছে তাতে ৫৫০-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের সাহায্য করেছি। এখানে পাট্টা বন্ধ ছিল। আমাদের সময়ে তা দিয়েছি। চা বাগানেও পাট্টা দেওয়ার জন্য সমীক্ষা শুরু করেছি। নামের তালিকা তৈরি হচ্ছে।
উত্তরবঙ্গে শিল্পের উন্নতির জন্য গতকাল মুখ্যসচিব বৈঠক করেছেন। ২৪ হাজার কোটির বিনিয়োগ উত্তরবঙ্গে হচ্ছে। আইটি সেক্টর হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ে। অনিত থাপা, শান্তা ছেত্রী অনেকদিন ধরে আমার সঙ্গে ঝগড়া করছে। দিদি দাও দাও করছে। বলেছি, দেবো তো। কাল আবার আমার পরিবারের সঙ্গে বিয়েও হয়েছে পাহাড়ের মেয়ের। আমাদের রক্তের সম্পর্কও তৈরি হয়ে গিয়েছে। জিটিএর যে রেগুলার কর্মচারি আছেন ২০০৯ ও ২০১৯ এর পে কমিশন অনুযায়ী তাঁদের বেতন পরিবর্তন হবে।
সঙ্গে মমতা ঘোষণা করেন, এখানে বহুদিন ধরে বন্ধ থাকা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন অব হিলস চালু করতে চলেছি। ২০০৩ থেকে বন্ধ ছিল। রিজিওনাল স্কিম সার্ভিস কমিশন ফর হিলস করছি আমরা। এর ফলে পাহাড়ে ১৪৬ আপার প্রাইমারি সেকেন্ডারি স্কুলে যে ৫৯০টি শিক্ষক শূন্যপদ আছে, আমরা তা পূরণ করব।