প্রায় দুদিনের অপেক্ষার পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের হস্তক্ষেপে এসএসকেএম হাসপাতালে নেফ্রলজি বিভাগে ভর্তি হলেন কোচবিহারের বৃদ্ধা।
প্রসঙ্গত, কোচবিহার থেকে মাকে ভর্তি করার জন্য এসএসকেএম হাসপাতালে এসেছিলেন পলাশ দাশগুপ্ত। পলাশের মা সরোজিনী দাশগুপ্ত কিডনির সমস্যায় ভুগছেন। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা লাগামছাড়া। মঙ্গলবার দুপুরে মাকে নিয়ে পিজি হাসপাতালের জরুরি বিভাগে পা রাখতেই জানিয়ে দেওয়া হয় বুধবার আউটডোরে দেখাতে। এদিকে সরোজিনীদেবীর শরীর তখন ফুলে গিয়েছিল। ক্রমশই নিস্তেজ হয়ে পড়ছিলেন তিনি।
মায়ের এমন অবস্থা দেখে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন পলাশ। আর তারপরই যোগাযোগ করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে। হাসপাতাল সূত্রে খবর, তখনই অভিষেকের অফিস থেকে এসএসকেএমের এমএসভিপি পীযুষকান্তি রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রোগিণীকে নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।