বুধবার রাতে কংগ্রেস সভাপতি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগের ডাকা ইন্ডিয়া জোটের নৈশভোজ বৈঠকে যায়নি তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্টভাবে লোকসভার নেতা সুদীপ বন্দোপাধ্যায় জানান যে, সংসদের অধিবেশন চলাকালীন প্রতিদিনই বিরোধী দলনেতার ঘরে কৌশল বৈঠক হচ্ছে। ফলে নৈশভোজে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিতে চাননি তিনি।
যদিও তেলেঙ্গানার নব-নির্বাচিত পরিষদীয় দলনেতা রেবন্ত রেড্ডির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, গতকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানান রেবন্ত। তবে তিনি জানান, অন্য কাজে ব্যস্ত থাকায় হাজির থাকতে পারবেন না। প্রতিনিধি হিসেবে দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনকে তেলেঙ্গানা পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম থেকেই তেলঙ্গনার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দলের রাজ্য সভাপতি৷ রেভান্থ রেড্ডিই যে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই খবরে সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী নিজেই৷ দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকেই রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ওই বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালরা উপস্থিত ছিলেন৷ তবে সরকারি ভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে হায়দ্রাবাদে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে রেভান্থ রেড্ডিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়।