আচমকাই দেশজুড়ে সৃষ্টি হল নয়া আতঙ্কের। চীনের অজানা নিউমোনিয়া ছড়িয়ে পড়তে পারে ভারতেও, এহেন আশঙ্কা আগেই প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার সম্ভবত সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। অন্তত বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ল্যানসেটের রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লী এইমসে চীনা নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, এইমসে মোট ৭ জন এম-নিউমনি ব্যাকটিরিয়া আক্রান্ত রোগী রয়েছেন। এই ব্যাকটিরিয়াটিই চীনে নিউমোনিয়ার প্রকোপের জন্য দায়ী। ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ৭ জন এম নিউমনি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে একজনের ব্যাকটিরিয়া ধরা পড়েছে পিসিআর টেস্টে। এলিজা টেস্টে বাকি ৬ জনের ব্যাকটিরিয়া ধরা পড়েছে
প্রসঙ্গত উল্লেখ্য, চীনে করোনার মতোই মহামারীর আকার নিতে চলেছে অজানা নিউমোনিয়া। শীতের শুরুতেই বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত নানা রোগ। চিনে এই রোগের প্রকোপ দেখা দিতেই তাই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো ঠিক করার কথা জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের ওই নির্দেশ পাওয়ার পরেই একাধিক রাজ্য সতর্কতা জারি করেছে। সংবাদ সংস্থার খবর, শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ যাঁরা খাচ্ছেন, তাদের জন্য এই রোগ খুবই ঝুঁকিপূর্ণ। হাসপাতালে ভর্তি হতেও পারেন তাঁরা। ইতিমধ্যেই রাজস্থান, কর্ণাটক, গুজরাট, উত্তরাখণ্ড, হরিয়ানা ও তামিলনাড়ু, এই ছয়টি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।