পবিত্র রমজান মাসের রোজা ও ইফতার চলছে। এই পরিস্থিতিতে অপরিহার্য খাদ্যপণ্য বিশেষ করে ফলের দাম যেন না বাড়ে তা পই পই করে বাজার কমিটিগুলির প্রতিনিধিদের দেখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মূল্যবৃদ্ধি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ছিল। সেই বৈঠকে ফল, সবজির দাম কমানোর ব্যাপারে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘সুফল বাংলায় খেজুর রাখা হয় না। কিন্তু আমাদের এখানে ৩০ শতাংশ সংখ্যালঘু ভাইবোন রয়েছে। রোজা ভাঙার পর ওরা একটা খেজুর খায়। আমি তাই খেজুরটা বাধ্যতামূলক ভাবে রাখতে বলব, আঙুর রাখতে বলব, কলা রাখতে বলব। কারণ, ছোট বড় সবাই কলা খায়’।
মুখ্যমন্ত্রী বাজার কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘ফলের বাজারটা নিয়ন্ত্রণে রাখুন। কারণ এই মাসটা রমজান মাস। ফলের উপরেই ওরা থাকে। ফলটাই খায়। আমি তো বলছি না বেদানার দাম কমান। আমি বলছি যে কলা, শসা, পেঁপে, তরমুজ আর খেজুর এই জিনিসগুলো গরিবরা খায় এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখুন’।