১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ‘পরামর্শ’ দিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহ। কথা কি বলবেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কথা আগেও বলেছেন, দরকারে ভবিষ্যতেও বলবেন, তবে আপাতত আবার ‘দিল্লি চলো’ অভিযানের জন্য তৈরি হচ্ছেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের তরফে দিল্লি পুলিশের কাছে আবেদনও জানানো হয়েছে। তবে কর্মসূচির দিনক্ষণের বিষয়ে কিছু জানাননি মমতা।
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বহু দিন ধরেই সরব রয়েছে তৃণমূল। গত অক্টোবরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিল বাংলার শাসকদল। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তৃণমূল যে ফের দিল্লিতে যাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় চাইবে, তা গত ২৪ নভেম্বর দলের বিশেষ অধিবেশনেই ঘোষণা করেছিলেন মমতা। সেই সঙ্গে মমতা এ-ও বলেছিলেন, ‘সময় দিলে ভাল। না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।’
আগের বার রামলীলা ময়দান চেয়ে পায়নি তৃণমূল। এ বার আগেভাগে দিল্লি পুলিশের অনুমতি চাইছে তারা। প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে হঠাৎই চলে যান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ। বসে পড়েন সুদীপের পাশে। দেখা যায় দু’জনে কথা বলছেন। পরে সুদীপ জানিয়েছিলেন, গিরিরাজ তাঁকে বলেছেন, ‘‘আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে এসে দেখা করতে। বকেয়া টাকা দেওয়া আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে নির্দেশ দিতে হবে।’’