বুধবার উত্তরবঙ্গ সফরে পাড়ি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলা পরিদর্শন করবেন তিনি। আগামী শুক্রবার থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। রয়েছে কার্শিয়াঙে অনুষ্ঠান। মিরিখে ত্রাণ বিলি করবেন। ৯ তারিখ হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাবেন। ১০ তারিখ আলিপুরদুয়ারে বৈঠক শেষ করে ১১ তারিখ বানারহাটে পৌঁছবেন। ১১ তারিখ রাতেই উত্তরকন্যা ফিরবেন তিনি। ১২ তারিখ শিলিগুড়িতে অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। ১২ তারিখই তিনি ফিরবেন কলকাতায়।
উল্লেখ্য, আজ তামিলনাড়ুর বন্যা-পরিস্থিতি নিয়েও উদ্বেগ ধরা পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। “তামিলনাড়ুতে যা বৃষ্টি হয়েছে, আমরা ওদের নিয়ে চিন্তিত। ওদের যদি কোনও প্রয়োজন পড়ে, সাহায্যের জন্য প্রস্তুত আছি। রাহুল ফোন করেছিলেন, বৈঠকের ব্যাপারে বলেন। আসলে তার আগে কারোর সঙ্গে আমার কথা হয়নি। অনেক কর্মসূচি রয়েছে। অন্যান্য মুখ্যমন্ত্রীরাও ব্যস্ত। সাত দিন আগে বৈঠকের কর্মসূচি নির্ধারণের প্রয়োজন। আমরা দ্রুত বৈঠক করব”, জানান মমতা।