আজ, বুধবার উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পঙে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তারই সঙ্গে কার্শিয়াঙে রয়েছে ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। পাহাড়ের মেয়ের সঙ্গে বিয়ে করছেন আবেশ। সেখানে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ৬ দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছি। ১২ তারিখ ফিরব। আমি পাহাড়কে ভালবাসি। সকলকে ভালবাসি। একটা বিয়ে হচ্ছে পাহাড়ি মেয়ের সঙ্গে। ৯ তারিখ হাসিমারা হয়ে আলিপুরদুয়ার, বানারহাট করে উত্তরকন্যা ফিরব।” এরই সঙ্গে ভুয়ো জব কার্ডের অভিযোগে মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। “সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডের অভিযোগ আছে উত্তরপ্রদেশে। তাহলে কী ব্যবস্থা নিয়েছে? তাও টাকা পেয়েছে ওরা। আমরা টাকা পেয়েছি? তাও ওরা টাকা পাচ্ছে এটা ঠিক নয়”, বক্তব্য তাঁর।
প্রসঙ্গত, গত সোমবার বিধানসভায় গতকালের ভিনরাজ্যের ভোট নিয়ে মন্তব্যের মাঝেই পাহাড় সফরের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি পাহাড়ে যাচ্ছি। আমি সাধারণত বাড়ির অনুষ্ঠানে থাকি না। অনেকে ভাবে পাহাড় আইসোলেটেড। আমার ভাইপো ডাক্তার, সে বিয়ে করছে কার্শিয়ংয়ে। সেখানে বরকর্তা ফিরহাদ হাকিম। এটাই সোনার বাংলা। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক গড়তে আমি যাচ্ছি।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। বন্দ্যোপাধ্যায় পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। তবে শহরের কোথাও বসেছে না বিয়ের আসর। আবেশের বিয়ে হবে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। কারণ পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা কার্শিয়াং যাবেন বলে জানা গিয়েছে। এরপর ঝাঁ চকচকে একটি রিসেপশনের বন্দোবস্ত করা হবে কলকাতার ইকো পার্কে।