ইন্ডিয়া জোটের বৈঠকের দিনক্ষণ স্থির হয়ে গেলেও তাঁকে জানানো হয়নি বলে দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এ হেন ক্ষোভপ্রকাশের পরই বাংলার তাঁকে ফোন করেন রাহুল গান্ধী। বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নিজেই এ কথা জানালেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বৈঠক সম্বন্ধে আমাকে আগে জানানো হয়নি।
পরশুদিন রাহুল গান্ধী আমায় ফোন করে বৈঠকের কথা বলেছে। আমি তাঁকে জানাই কেউ আমাকে জানায়নি। আমার পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি ছিল। মুখ্যমন্ত্রীরা কোনও কোনও সময় ব্যস্ত থাকেন, যদি তাঁরা সাত থেকে দশদিন আগে কর্মসূচি সম্পর্কে জানতে না পারেন তাহলে সমস্যা হয়।’ খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের বৈঠক হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে এখনও বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়নি। সূত্রের খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহেই বৈঠক হবে।