আজ থেকে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ সূচনা ঘটল। উৎসব চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, সলমন খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট-সহ অন্যান্য ব্যক্তিত্বরা। উদ্বোধনী মঞ্চে সলমন পা রাখতেই অনুরাগীদের উচ্ছ্বাস শোনা গেল। সলমন বললেন, ”আপনারা চিৎকার করুন। আমি শুনছি। কেননা সবাই সব বলে দিয়েছে। আমার কিছু বলার নেই।” হিন্দির টানে, আধো আধো বাংলায় তাঁর মুখে শোনা গেল, ”কলকাতা আমি তোমাকে ভালোবাসি।” ‘দিদি’র কাছে ‘ভাইজান’-এর আবদার, ”এই বাংলা বলিউডকে অনেক কিছু দিয়েছে। পরিচালক, গায়ক, অভিনেতা, অভিনেত্রী। এর জন্য বাংলাকে ধন্যবাদ। এবার আমাদের পালা বাংলাকে দেওয়ার। আমিও এখানে এসে ছবি করতে চাই।”
স্বাভাবিকভাবেই সলমনের মুখে এমন কথা শুনে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সোজা বলিউডের ভাইজানকে আমন্ত্রণ জানান, এই বাংলায় এসে ছবির শুটিং করতে। মুখ্যমন্ত্রীর এমন আমন্ত্রণে মিষ্টি হেসে সলমনের উত্তর, ”আপনি বলেছেন, আমি আসবই।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভাবনা ও কথায় ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই টাইটেল সং গেয়েছেন অরিজিৎ। এর জন্য কোনও পারিশ্রমিক নেননি জিয়াগঞ্জের ভূমিপুত্র। গানটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে হওয়ার পরই আচমকা সঞ্চালক জুন মালিয়া সলমন, অনিলদের এই গানে নাচার অনুরোধ করেন। জুনের এই অনুরোধ ফেলতে পারেননি সলমন। হাত ধরে প্রিয় দিদিকেও টেনে নেন। তার পরই শুরু হয় নাচ। অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহারাও ছন্দ মেলান। মাঝে আবার ‘দাবাং’ সিনেমার মতো বেল্ট ধরে নাচতেও দেখা গেল সলমনকে।