শীতকালীন অধিবেশনের শুরুতেই গত ৪ ডিসেম্বর রাজ্যসভায় পোস্ট অফিস বিল, ২০২৩ পাশ করেছে মোদী সরকার। কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দ্বারা উত্থাপিত বিলটিতে ১২৫ বছরের পুরানো ভারতীয় পোস্ট অফিস আইন বাতিল করতে এবং দেশের ডাকঘর সম্পর্কিত আইনকে সংশোধন করার কথা বলা হয়েছে।
এবার সেই বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়।
প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন চলাকালীন বিলটিকে রাজ্যসভায় পেশ করা হয়েছিল। রাজ্যসভায় বিল পাশের পর বিতর্কে অংশ নিয়ে সুখেন্দুশেখর রায় ওই বিলের বিভিন্ন ধারাগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিলটিতে উল্লিখিত ‘জরুরি অবস্থা’র প্রকৃত সংজ্ঞা জানতে চান। তাঁর বক্তব্য, এই বিলের ৯ নম্বর ধারায় কী নিয়ম অনুসরণ করা হবে এক্ষেত্রে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তাঁর বক্তব্য, জাতীয় নিরাপত্তা সবার জন্যই চিন্তার বিষয়। কিন্তু শুধুমাত্র সন্দেহের ওপর ভিত্তি করে কোনও বিষয়ে নজরদারি করতে পারে না সরকার। এটা কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।