আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর চব্বিশের সেই মহারণের আগে ৪ রাজ্যের বিধানসভা ভোটে তিন রাজ্যেই জয়ী হয়েছে বিজেপি। ‘সেমিফাইনালে’ কংগ্রেস তথা বিরোধীদের হারের প্রভাব লোকসভাতেও পড়বে বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠক করলেন ইন্ডিয়া জোটের নেতারা।
কংগ্রেস সভাপতি খাড়গের ডাকে বৈঠকে উপস্থিত ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডা, কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, তৃণমূলে রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন, লোকসভায় বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী, জয়রাম রমেশ-সহ আরও অনেকে।