বাংলায় এখনও জাঁকিয়ে পড়েনি শীত। ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে এই সপ্তাহেই আবহাওয়ার বদল হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বেশ কিছুদিন পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও বেশ কিছু জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, এ রাজ্যে প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারবে না ‘মিগজাউম’। তবে পরোক্ষ প্রভাবে বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গল ও বুধবার অর্থাৎ ৫ ও ৬ই ডিসেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় হতে পারে বৃষ্টি।
পাশাপাশি, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। কলকাতাও বৃষ্টিতে ভিজতে পারে। তবে তারপর ধীরে ধীরে কেটে যাবে দুর্যোগের মেঘ। আগামী ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তারপরই শুরু হয়ে যাবে শীতের স্পেল। জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে শুরু করবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফেরও হবে না। পার্বত্য এলাকা ছাড়া মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আগামী সপ্তাহে দার্জিলিং ও কালিম্পঙে এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে আরও চার-পাঁচ দিন, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।