গত কদিন ধরে তৃণমূলের উদ্দেশে বিধানসভার ভিতরে ও বাইরে চোর চোর স্লোগান তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। এদিন সে ব্যাপারে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পকেটমাররা এমনই করে।
অভিষেক বলেন, ‘বাসে ট্রামে দেখবেন, যারা পকেটমারি করে, তারাই একটু দূরে গিয়ে চোর চোর বলে চিৎকার করে। বিজেপি নেতারা হলেন সব পকেটমার। যাদের টিভিতে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে তারাই চোর চোর স্লোগান তুলছে।
সোমবার বিধানসভায় সকাল ১১টাতে অধিবেশন কক্ষে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওমনি চোর চোর স্লোগান তুলে সভা বয়কট করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করার কারণেই তাঁরা সভা বয়কট করেছেন বলে জানিয়েছেন।
অনেকের মতে, কৌশলগত ভাবেই বিজেপি লাগাতার চোর চোর স্লোগান তুলছে। একদিকে বাংলায় যেমন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধরপাকড় তল্লাশি চলছে, তখন চোর চোর স্লোগান তুলে সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতাকেই তীব্র করতে চাইছে বিজেপি।
অভিষেকের কথায়, ‘একুশ সালে বাংলায় ক্ষমতায় আসার সাতদিন পর সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম সহ আমাদের মন্ত্রী, বিধায়কদের গ্রেফতার করা হল। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না কেন? নিরপেক্ষভাবে তদন্ত করতে চাইলে শুভেন্দুকে দিয়ে শুরু করুন। আমরা তো বলছি, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলও কড়া পদক্ষেপ নেবে’।