‘যাঁরা জয়ী, তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি, যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই হয়ত এই বিপর্যয় হতো না’। চার রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসকে এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অর্থাৎ কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকেই দুষলেন অভিষেক। সাফ বললেন, ”কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হতো না। আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯এ ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি।
তিন রাজ্যের নির্বাচনে ডাহা ফেল কংগ্রেস। তা নিয়ে রাজনৈতিক মহলে নানা সমালোচনা শুরু হয়েছে। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য সরাসরি সমালোচনা না করে ভুল সংশোধনের বার্তা দিলেন।