কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য পুলিশের সংঘাতে সরগরম তামিলনাড়ু৷ যে কেন্দ্রীয় এজেন্সির কর্তারা যখন তখন বেআইনি আর্থিক লেনদেনের খোঁজে যত্রতত্র তল্লাসি অভিযান চালান, এবার তাদের অফিসেই তল্লাশি চালাবে তামিলনাড়ু পুলিশ৷ এক ইডি অফিসার ২০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে মাদুরাইতে ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু পুলিশ৷ যা নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বনাম রাজ্য পুলিশের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে৷
শুক্রবার মাদুরাই লাগোয়া ডিন্ডিগুল জেলা থেকে অঙ্কিত তিওয়ারি নামে এক ইডি অফিসারকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়া অভিযোগে গ্রেফতার করে তামিলনাড়ু সরকারের দুর্নীতি দমন শাখার অফিসাররা৷ ধৃত ইডি অফিসারের বিরুদ্ধে একটি সঙ্গতিবিহীন আয়ের মামলা ধামাচাপা দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে৷ ১ কোটি টাকা চাইলেও শেষ ৫১ লক্ষ টাকায় রফা হয়৷ ওই টাকারই একাংশ নেওয়ার সময় আজ অভিযুক্ত ইডি অফিসারকে ফাঁদ পেতে ধরে তামিলনাড়ুর দুর্নীতি দমন শাখার অফিসাররা৷
এই প্রথমবার তামিলনাড়ুতে কোনও ইডি অফিসার গ্রেফতার হলেন৷ পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ইডি আধিকারিক এ ভাবেই হুমকি দিয়ে অনেকের থেকে ঘুষ নিয়েছেন৷ সেই টাকা মাদুরাই এবং চেন্নাইয়ে নিজের দফতরের সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই ইডি কর্তার বিরুদ্ধে৷ সেই কারণেই মাদুরাই এবং চেন্নাইয়ে ইডি-র অফিসে রাজ্য পুলিশ তল্লাশি চালাবে বলে খবর৷