চরম অপমান! জাতীয় সঙ্গীতের পর আদিবাসীদের ‘অপবিত্র’ বলে ব্যঙ্গ ও অবমাননা করেছে বিজেপি। এই অভিযোগে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ সভা ও আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত বুধবারের ঘটনা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, ঠিক সেই সময়েই বিজেপি বিধায়করা আপত্তিকর স্লোগান তুলে চেঁচাতে থাকেন। তারপর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। বাংলার শাসক দলের অভিযোগ আবারও একটি অপমানসূচক কর্মকাণ্ডে জড়ালেন বিজেপি নেতারা। আদিবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ‘অপবিত্র’ বলে দেগে দিয়েছেন তারা।
কড়া ভাষায় বিজেপির আদিবাসী বিরোধী মানসিকতার প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘বিধানসভায় বিজেপি নেতানেত্রীরা বলেন, গত পরশু এবং তার আগের দিন যাঁরা ওই জায়গায় ধরনায় বসেছিলেন, তাঁরা অস্পৃশ্য। আমি আদিবাসী এবং আমিও অন্য বিধায়কদের সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলাম। আমি বিজেপি বিধায়কদের কাছে জানতে চাই, কেন তাঁরা আবার আমাদের অপমান করলেন।
অতীতে শুভেন্দু অধিকারী বলেছিলেন, দেবনাথ হাঁসদা এবং আমার স্থান নাকি ওঁর পায়ের নীচে। আরও একবার বিজেপি আদিবাসীদের অপমান করল। যেমনটা মণিপুরে আদিবাসীদের অগ্রাহ্য করা থেকে মধ্যপ্রদেশে এক আদিবাসী ব্যক্তির উপর এক বিজেপি সদস্যদের প্রস্রাব করে দেওয়ার ঘটনায় মৌন থাকার মাধ্যমে করা হয়েছিল।’