বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত অসম। এবার ‘ডবল ইঞ্জিন’ এই রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ১১ পুলিশ আধিকারিক ও চার আমলাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। অবসরপ্রাপ্ত বিচারপতি বিকে শর্মার নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশ মেনে গতকাল বৃহস্পতিবার ওই ১৫ আধিকারিককে সাসপেন্ড করে নির্দেশিকা জারি হয়েছে। ২০১৬ সালেই অসম পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, মোটা টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ করা হয়েছে। সংস্থার তৎকালীন চেয়ারম্যান রাকেশ কুমার পালের নেতৃত্বেই দুর্নীতি চক্র চাকরি দেওয়ার নাম করে তুলেছে কোটি-কোটি টাকা।
স্বাভাবিকভাবেই, ওই অভিযোগ পেয়ে তদন্তের আদেশ দেয় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ওই বছরের নভেম্বরে রাকেশ পালকে গ্রেফতার করে ডিব্রুগড় পুলিশ। পরে আরও ৬৯ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে ৫০ জনই রাজ্যের পুলিশ আধিকারিক ও আমলা। টাকার বিনিময়ে চাজকরি কেলেঙ্কারির তদন্তে প্রাক্তন বিচারপতি বি কে শর্মার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশনও গঠন করা হয়। ওই তদন্ত কমিশনের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকা রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক ও আমলার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশ মেনেই ১৫ জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল সাজাপ্রাপ্তদের মধ্যে দুজনকে গত সপ্তাহেই গ্রেফতার করেছিল।