হাতে আর বেশি সময় নেই। আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর তাই চব্বিশের মহারণকে সামনে রেখে হাওড়ায় এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার হাওড়া সদর আইনটিটিইউসির বর্ধিত সভায় এই বিষয়েই রূপরেখা তৈরি করা হয়। হাওড়া জেলা(সদর) আইএনটিটিইউসি’র সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে আয়োজিত ওই সভায় জেলার প্রতি ইউনিট থেকে ৩ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই সঙ্গে সংগঠনের প্রতিটি ব্লকের সভাপতিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ঠিক হয়, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের সব কটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়বেন দলের শ্রমিক সংগঠনের কর্মীরা। বুথভিত্তিক রিপোর্ট তৈরি করে জোরকদমে কাজ শুরু করে দেওয়া হবে। রাজ্যের জনমুখী প্রকল্পগুলি বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরা হবে। সেই সঙ্গে কেন্দ্রের মোদী সরকার কীভাবে রাজ্যের প্রাপ্য বকেয়া আটকে রেখেছে তা মানুষকে বোঝান হবে। প্রাণকৃষ্ণবাবু জানান, চব্বিশের ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়া হল। কীভাবে কাজ চলবে তার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সেই অনুযায়ী কাজ এগোবে দ্রুতগতিতে।